এক-দুই ঘণ্টা নয়, টানা ৪৮ ঘণ্টা আটকে ছিলেন তিনি। একা, একটি লিফটে। সেখানে খাবার, পানি কোনোকিছুই ছিল না। তার হাতের নাগালে কোনো কিছু পৌঁছেও দিতে পারছিলেন না উদ্ধারকারীরা। শেষ পর্যন্ত লিফটের ভেতর তিনদিন আটকা থাকার পর অবচেতন অবস্থায় উদ্ধার হলেন ওই নারী। কিন্তু লিফটের ভেতরে বেঁচে থাকার এই লড়াইয়ে নিজের প্রস্রাব পান করতে বাধ্য হয়েছিলেন তিনি।
Advertisement
ভয়াবহ বিপদেও লিফটের ভেতরে হাল ছাড়েননি তিনি। ৪৮ ঘণ্টা লিফটে আটকে থাকার পরও প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। এই ৪৮ ঘণ্টায় পানিশূন্যতার জন্য তিনি নিজের প্রস্রাব পান করেছিলেন।
যুক্তরাজ্যের কেন্ট প্রদেশের হাভেল স্কয়ারের মারগেট অ্যাডাল্ট এডুকেশন সেন্টারে এ ঘটনা ঘটেছে। শুক্রবার অফিস শেষ হওয়ার পর ব্রিটিশ ওই নারী লিফটে ওঠেন। আচমকাই লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আটকে পড়েন তিনি।
আরও পড়ুন : মমতাকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি বিজেপির
Advertisement
লিফটে আটকা পর অনেকবার বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। লিফটের আশপাশে সেই সময় কেউ ছিল না। ফলে প্রথম দফায় কেউ বুঝতেও পারেনি যে তিনি আটকা পড়েছেন। দুই দিন ধরে নিখোঁজ ছিলেন সেই নারী। পরে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের কাছে সাধারণ ডায়রি করেন।
পরে পুলিশ তার সন্ধানে নেমে জানতে পারে অফিস শেষে বাসায় আর ফিরে আসেননি তিনি। লিফটের ভেতরে মোবাইলের নেটওয়ার্কও সচল ছিল না। পরে অফিসের লিফটের দরজা ভেঙে পুলিস তাকে উদ্ধার করে।
তবে ওই নারীকে কেউ ইচ্ছাকৃতভাবে লিফটে আটকে রেখেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এতই সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআইএস/এমকেএইচ
Advertisement