তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ নিয়ে আসছে রেডমি

স্মার্টফোনের পর এবার ল্যাপটপ নিয়ে আসছে রেডমি। চলতি সপ্তাহে চীনে আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপ উন্মুক্তের ঘোষণা আসবে।

Advertisement

ওই অনুষ্ঠানে Snapdragon 855 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন উন্মুক্ত করবে রেডমি। এতদিন রেডমি ব্র্যান্ডের অধীনে শুধুমাত্র স্মার্টফোন উন্মুক্ত করেছে শাওমি।

সম্প্রতি টুইটারে এক পোস্টে রেডমির ল্যাপটপ উন্মুক্তে খবর সামনে আসে। কম দামে ল্যাপটপ নিয়ে আসতে পারে রেডমি। শাওমি এমআই নোটবুক ল্যাপটপে মেটাল বডি থাকলেও রেডমি ল্যাপটপে থাকতে পারে প্লাস্টিক বিল্ড।

এতদিন রেডমি ব্র্যান্ডে শুধুমাত্র মিডরেঞ্জ স্মার্টফোন উন্মুক্ত করেছে শাওমি। তবে নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ৮ মেগাপিক্সেল আর ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেল সেন্সার ব্যবহার করেছে শাওমি।

এএ