রাজধানীর পল্লবী থেকে ব্যাংকসহ সরকারি চাকরি প্রত্যাশীদের টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Advertisement
গ্রেফতাররা হলেন- শাহিনুর আলম (২৮), সাহিদ আল ইসলাম (২৪), সেলিম (২৩), সেলিম হোসেন (৩৫) ও জিবারুল ইসলাম (৩৬)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, শুক্রবার রাত ৮টায় পল্লবী থানার ডিওএইচএস এর মেহজাবিন প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেড অফিসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জাতীয় রাজস্ব বোর্ড, কারা অধিদফতর, প্রাথমিক শিক্ষা অধিদফতর, মহিলা ও শিশু অধিদফতর, স্বাস্থ্য অধিদফতরের ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া সিল, বিভিন্ন প্রার্থীর চাকরির আবেদন, ভুয়া অ্যাডভোকেটের ভিজিটিং কার্ড, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি প্রিন্টার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।
Advertisement
জেইউ/এমএসএইচ/এমকেএইচ