ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, মৌলভীবাজার, ময়মনসিংহের পর এবার দেশের প্রাচীনতম জনপদ যশোরে যাত্রা শুরু করলো ভাইব্রেন্ট। শুক্রবার (১০ মে) শহরের ব্যস্ততম ব্যবসায়িক কেন্দ্র এইচ এম এম রোডে ভাইব্রেন্ট-এর ১৪তম সেলস্ সেন্টার উদ্বোধন করা হয়েছে।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজির সাকলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্রিয়েটিভ ডিরেক্টর মির্জা মুজাহিদ ও মো. কামরুল ইসলাম, জিএম-মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনসসহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বল্প সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট। যাত্রা শুরুর পর থেকে শো-রুমগুলোতে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের নারী-পুরুষ ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখা হচ্ছে। ভাইব্রেন্ট সামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। ভাইব্রেন্টের পণ্যসামগ্রী উন্নত প্রযুক্তিতে নিজস্ব ফ্যাক্টারিতে তৈরি।
প্রত্যেক শো-রুমে জুতা ছাড়াও ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাইব্রেন্টের সকল আউটলেটে প্রায় ৯০০ ডিজাইনের জুতার কালেকশন রয়েছে।
Advertisement
নতুন যাত্রা শুরু করা যশোরের শো-রুমে ২০ শতাংশ মূল্যছাড় সুবিধা দেয়া হচ্ছে। যশোরের পর খুব শিগগরিই বিভাগীয় শহর রাজশাহীতে নিজেদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভাইব্রেন্ট।
আরএস/জেআইএম