নেইমার সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তবে ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার মতো পরিপক্কতা তার নেই বলে মনে করেন দেশটির সাবেক তারকা খেলোয়াড় লিওনার্দো। ৯৪ বিশ্বকাপ জয়ী লিওনার্দোর মতে বয়স কম হওয়ায় এখনো নেইমার পরিণত নয়। প্রায়ই সে খেলার মাঠে মেজাজ হারিয়ে ফেলে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটি তার ক্যারিয়ারে আরো বাজে প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এর আগেও নেইমারের অধিনাকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিওনার্দো। বিশেষ করে, অল্পতেই মেজাজ হারানোয় তিনি নেইমারের সমালোচনা করেন। চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় এ কারণেই চার ম্যাচের নিষেধাজ্ঞা পান নেইমার।অবশ্য, নেইমারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেও তার উজ্জ্বল ভবিষ্যৎতের কথা বলেছেন লিওনার্দো। তিনি বলেন, সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে সে প্রতিনিয়তই উন্নতি করছে। অতীতে সে ফ্রি-কিক নিত না। তবে বর্তমানে সেটপিসে প্রতিপক্ষের কাছে নেইমার হুমকিস্বরুপ।এএইচ/পিআর
Advertisement