দেশজুড়ে

খোঁজ মিলেছে সেই হৃদয়ের

 

ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাটে যাত্রীবাহী ঢাকাগামী কর্নফুলী-১৩ লঞ্চের ধাক্কায় নিখোঁজ যাত্রী মো. সোহাগ উদ্দিন হৃদয়ের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে বোরহান উদ্দিন থানা ওসি মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ যাত্রী সোহাগ উদ্দিন হৃদয় জীবিত রয়েছে। সে ঢাকা যাচ্ছে।’

Advertisement

মো. সোহাগ উদ্দিন হৃদয়ের ব্যবহৃত ফোন নম্বরে কল দিলে তিনি বলেন, ‘আমি গত এপ্রিল মাসে ১৮ তারিখ ঢাকা থেকে রাস্তার শ্রমিকের কাজ করতে ভোলার লালমোহন উপজেলায় আসি। খুব অভাবের সংসার আমাদের। আমার নানি খুব অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আজ বেতন পেয়ে ওষুধ কিনে ও টাকা নিয়ে নানিকে হাসপাতালে ভর্তি করার জন্য ঢাকার উদ্দেশে হাকিম উদ্দিন লঞ্চ ঘাটে আসি।’

বলেন, ‘এরপর রাত ৮টার দিকে কর্নফুলী-১৩ লঞ্চটি দ্রুত চালিয়ে এসে ঘাটের ওপর উঠিয়ে দেয়। এ সময় ঢাকাগামী লঞ্চের জন্য অপেক্ষামান অনেক যাত্রী ধাক্কায় আহত হয়। আমিও ওই লঞ্চের ধাক্কায় আহত হয়ে লঞ্চের ভেতরে চলে আসি। ওই সময় লঞ্চে থাকা কয়েকজন আমাকে আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এখন আমি সুস্থ আছি। ওই লঞ্চে করেই ঢাকা যাচ্ছি।’

উল্লেখ্য, চরফ্যাশন-ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চটি উপজেলার বেতুয়া ঘাট থেকে শুক্রবার বিকেলে দিকে ছেড়ে এসে রাত ৮টার দিকে দ্রুত চালিয়ে বোরহান উদ্দিন উপজেলার হাকিম উদ্দিন ঘাটে ভেড়ার সময় ঘাটে উপস্থিত লঞ্চের জন্য অপেক্ষমান ঢাকাগামী যাত্রীদের ওপর উঠিয়ে দেয়।

Advertisement

এতে ঘাটে থাকা প্রায় ২৫/৩০ জন যাত্রী আহত হন। এ ছাড়া সোহাগ উদ্দিন হৃদয় নামে একজন নিখোঁজ হন। পরে তিনি জীবিত রয়েছে বলে খোঁজ মেলে।

জুয়েল সাহা বিকাশ/এমআরএম