গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে চাহিদার শীর্ষে ছিল 'বি' গ্রুপের কোম্পানি ন্যাশনাল ফিড। ফলে সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।
Advertisement
এদিকে শেয়ার মূল্য বড় ধরনের উত্থান হওয়ায় বিগত সপ্তাহে বিনিয়োগকারীদের একটা অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে ন্যাশনাল ফিডের শেয়ার লেনদেন হয়েছে মাত্র ৯ কোটি ৫৪ লাখ টাকার। ফলে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।
এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৭ দশমিক ৮৪ শতাংশ (টাকা ১০ পয়সা)। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১০ টাকা ৩০ পয়সা।
ন্যাশনাল ফিডের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল এস এস স্টিল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৬ দশমিক শূন্য ৪ শতাংশ। এর পরেই রয়েছে অলিম্পিক এক্সেসরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১১ দশমিক ৮৮ শতাংশ।
Advertisement
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- প্রভাতী ইনস্যুরেন্সের ১১ দশমিক ৬১ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিটের ১১ দশমিক ৫৭ শতাংশ, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১০ দশমিক ৯৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১০ দশমিক ৭১ শতাংশ, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের ১০ দশমিক ৪৯ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ১০ দশমিক ২০ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের ৯ দশমিক ২৪ শতাংশ দাম বেড়েছে।
এমএএস/এমএমজেড/পিআর