অর্থনীতি

গরুর মাংসে দাম বেশি, ছয় ব্যবসায়ীকে জরিমানা

সিটি করর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্যতালিকা না থাকায় ছয় মাংস ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

শুক্রবার রাজধানীর আদাবরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্নুর মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা, বিসমিল্লাহ গোস্ত বিতানকে পাঁচ হাজার, বিসমিল্লাহ গোস্ত বিতান টু-কে ১০ হাজার টাকা, শামীম মাংস বিতানকে পাঁচ হাজার, ফারুক মাংস বিতানকে দুই হাজার, শাহ আলম মাংস বিতানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শরিফ বিরিয়ানিকে ১০ হাজার এবং নিউ আলামিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, ফাহমিনা আক্তার।

Advertisement

অভিযানে সার্বিক সহযোগিতা করেন আদাবর থানা পুলিশের সদস্যরা।

সম্প্রতি মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোজায় মাংসের দাম নির্ধারণ করা হয় এ বৈঠকে।

রমজান মাসে দেশি গরুর মাংস ৫২৫, বোল্ডার (বিদেশি) গরুর মাংস ৫০০, মহিষ ৪৮০, ছাগল ও ভেড়ার মাংস ৬৫০ এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজি নির্ধারণ করা হয়।

এসআই/জেডএ/এমকেএইচ

Advertisement