রাজনীতি

‘বিভ্রান্ত হবেন না, মনে রাখবেন আমাদের নেত্রী খালেদা জিয়া’

একটি মহল দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া।’

Advertisement

বিএনপি চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার তিন যুগ পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার।

ফখরুল বলেন, ‘মিডিয়ার প্রচারণা এবং অন্যান্য ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা চলছে। বিশেষ করে স্যোশাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদের দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির কাজ শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। মনে রাখবেন, তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমাদের পালনীয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের পরিচালনা করছেন। আমরা সবাই তার নির্দেশে, তার কথায় একত্রিত হই। ঐক্যবদ্ধ হয়ে সঠিক রাজনীতির দিকে এগিয়ে যাব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’

Advertisement

গভীর চংক্রান্তের শিকার হয়ে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আছেন অভিযোগ করে ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কেন কারারুদ্ধ আছেন? কারণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তিনি যদি আজ বেরিয়ে আসেন, তাহলে এরা (সরকার) নিশ্চিহ্ন হয়ে যাবে। জনগণের যে স্রোত, যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গে তারা ভেসে যাবে। এ জন্য তাকে আটকে রাখা হয়েছে। কিন্তু তাকে আটক রাখা যাবে না। এই জনগণ তাকে মুক্ত করে আনবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের যে আবেগ, সেটাকে কাজে লাগিয়ে অবশ্যই তাকে মুক্ত করে আনতে পারব বলে আমাদের বিশ্বাস।’ তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকতে পারবে কী, পারবে না? বাংলাদেশ তার নিজস্ব মর্যাদায় দাঁড়িয়ে থাকতে পারবে কী পারবে না? সেই প্রশ্ন উপস্থিত হয়েছে।’

ফখরুল বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। বিচারব্যবস্থা, নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এ অবস্থার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। এটি সহজ কাজ নয়, কঠিন কাজ।’

ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জয়যাত্রার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

Advertisement

কেএইচ/জেডএ/এমকেএইচ