আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের সহযোগিতায় তিতাস নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ইতোমধ্যে নৌকাবাইচের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর দুইটায় জেলা শহরের তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত সীমানায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মোট ১০টি নৌকা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজকরা। নৌকাগুলো হলো, জেলার সরাইল উপজেলার বুড্ডা বয়েজ ক্লাবের নৌকা, কুচনি বয়েজ ক্লাবের নৌকা, শাহবাজপুরের আরজ মেম্বার ও ল্বাহাটির নৌকা, নাসিরনগর উপজেলার হরিপুরের ফারুক চেয়ারম্যানের নৌকা, কসবা উপজেলার বাদৈরের নৌকা, ব্রাহ্মণবাড়িয়া সদরের বরিশল, দত্তখোলা এবং বিজয়নগর উপজেলার কেনা একতা বয়েজ ক্লাবের নৌকা ও শ্যামপুরের নৌকা। তবে বড় ধরনের কোনো পুরস্কার বা সম্মানি না থাকায় জেলার বাইরে থেকে কোনো নৌকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না।নৌকা বাইচের প্রস্তুতি নিয়ে গত বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এবারের বাইচে ১০টি নৌকার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তিনটি ফ্রিজ দেওয়া হবে। এর আগের বাইচে দুর্ঘটনায় একটি শিশু মারা গিয়েছিল। এবছর যেন সে ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তিনি আরো বলেন, সাধারণ মানুষকে আনন্দ দেয়ার জন্যই নৌকাবাইচের আয়োজন তাই তারা যেন সুশৃংখলভাবে বাইচ উপভোগ করতে পারেন সেজন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন। এছাড়া বাইচ চলাকালীন সময়ে তিতাস নদীতে শুধুমাত্র প্রতিযোগী নৌকা এবং প্রশাসন ও সাংবাদিকদের নৌকা ছাড়া অন্যসব নৌকা চলাচল বন্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/পিআর
Advertisement