জাতীয়

মিয়ানমারে আহতদের চিকিৎসার খরচ বহন করবে বিমান

আন্তর্জাতিক নিয়মানুয়ায়ী মিয়ানমারে আহতদের চিকিৎসা খরচ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল (বুধবার) ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানটির আহত যাত্রীদের চিকিৎসার সব খরচ বহন করবে সংস্থাটি।

Advertisement

তাদের নিকট আত্মীয়রা কেউ মিয়ানমারে যেতে চাইলে তার ব্যবস্থা করবেন। তবে বিমানের মিয়ানমার স্টেশনের সকল জনবল আহতদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ।

তিনি বলেন, যাত্রীদের সব ধরনের সেবা ও সহযোগিতা দেওয়ার জন্য বিমানের পক্ষ থেকে উদ্যোগও নেওয়া হয়েছে। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসও হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সার্বিক বিষয়ে তদারকি করছে, তাদের খোঁজ-খবর রাখছে। তবে আহত যাত্রীরা সবাই শঙ্কামুক্ত বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমান বাংলাদেশের (বিজি-০৬০) একটি উড়োজাহাজ ড্যাশ-৮কিউ ৪০০ অবতরণের সময় ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন চাইনিজ, একজন ভারতীয়, দুইজন ব্রিটিশ, তিনজন মিয়ানমারের, একজন ডেনমার্কের, একজন ফ্রান্সের, একজন কানাডার এবং ১৫ জন বাংলাদেশের নাগরিক।

Advertisement

আরএম/এসএইচএস/এমকেএইচ