জাতীয়

শিশু একাডেমি স্থানান্তরের আদেশ প্রত্যাহারের দাবি

শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র বাংলাদেশ শিশু একাডেমি স্থানান্তরের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে শিশু একাডেমির প্রধান ফটকের সামনে শিশু অভিভাবক ও সংগঠন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়। প্রশিক্ষণার্থী শিশু-কিশোরসহ অভিভাবকগণ এবং শিশু সংগঠনের সদস্যবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধন শেষে একটি মৌন মিছিল শিশু একাডেমি থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সমাবেশে অভিভাবকবৃন্দ বলেন, আমরা জানতে পেরেছি শিশু একাডেমির বর্তমান স্থানটি সুপ্রিমকোর্ট শিগগিরই ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। সুপ্রিমকোর্টের আদেশ শিশুদের এই সুন্দর বিচরণক্ষেত্র থেকে বঞ্চিত করবে। এতে আমরা প্রায় চার হাজার অভিভাবক ও কোমলমতি শিশুরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি। কোমলমতি শিশুদের এই জায়গাটি থেকে সরিয়ে দেয়া হলে আমাদের শিশুদের সুস্থ সংস্কৃতি ও মেধা বিকাশে বিঘ্ন সৃষ্টি হবে। সুপ্রিমকোর্টের কাছে আমাদের মানবিক আবেদন, যাতে আদালত আমাদের শিশুদের এই প্রিয় প্রাঙ্গণটি শিশু একাডেমিকে বরাদ্দ দেন।অভিভাবক ও শিশু সংগঠন ঐক্য ফোরামের আহ্বায়ক রাজিয়া সুলতানা বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের একমাত্র আশ্রয়স্থল শিশু একাডেমিকে যদি সরিয়ে নেয়া হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবে? এটা একটা জাতির জন্য চরম হুমকি স্বরূপ। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষে পরবর্তী কর্মসূচি খুব শিগগিরই ঘোষণা করব।এমএইচ/একে/পিআর

Advertisement