দেশজুড়ে

চট্টগ্রামে বাদল খুনের ঘটনায় মামলা : আটক ১

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী মেহেদি হাসান বাদল খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাদলের স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদী হয়ে নগরীর বায়েজিদ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আরমান হোসেন প্রকাশ ওয়াসা বাবুল নামে এজাহার নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, মামলার আসামিদের অধিকাংশই সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এদের মধ্যে নগর ছাত্রলীগের সহ-সভাপতি রাজা মিয়াও আছেন।গত মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ থানার শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় নিজ বাড়ির সামনে বাদলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।মেহেদি হাসান বাদল নগরীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে নিজেকে দাবি করতেন। বাদল ও তার সহযোগীরা মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে  চট্টগ্রামের রাজনীতিতে পরিচিত।  হত্যাকাণ্ডের খবর পেয়ে বাদলের মরদেহ চমেক হাসপাতালে দেখতে যান মেয়র।জীবন মুছা/একে/পিআর

Advertisement