জাতীয়

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঈদের সময় সিএনজি স্টেশন ১২ দিন ২৪ ঘণ্টা খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের আগে ৭ দিন ও পরে ৫ দিন সিএনজি স্টেশন খোলা থাকবে।

Advertisement

বৃহস্পতিবার ঈদে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও বির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে করণীয় নির্ধারণে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, যানবাহনে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য ঈদের আগে ৭ দিন ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখা হবে। আমরা এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করব।

সিএনজি স্টেশনগুলোতে সাধারণত বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এবার রমজান মাস ২৯ দিনে হলে ঈদ হবে ৫ জুন আর রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ৬ জুন। তবে ঈদ যেদিনই হোক, এবার ছুটি শুরু হবে ৪ জুন। ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন। আর ৬ তারিখে হলে ঈদের ছুটি এক দিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন।

Advertisement

আরএমএম/এমএসএইচ/জেআইএম