বাংলাদেশ ফুটবল দলের ব্যর্থতার দিনে বাংলাদেশের ফুটবল ব্যবস্থাপনায়ও যে গলদ আছে, সেটা ঠিকই চোখে পড়ল অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের। বিশ্বকাপ বাছাইপর্বের মতো গুরূত্বপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জার্সি দেখে বোঝার উপায় যে কোনটা কে! জার্সির পেছনে যে কারো নামই লেখা নেই। আর এমন অব্যবস্থাপনায় ভীষণ অবাক অস্ট্রেলিয় গণমাধ্যম।বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে লেখা হয়, বিশ্বের ১৭৩ নম্বর দলের কাছ থেকে আপনারা এরচেয়ে ভাল আর কীইবা আশা করেছিলেন? ওদের তো লাল-সবুজ জার্সিতে নামও ছিল না।এ ঘটনায় এতোটাই অবাক হয়েছেন ঐ প্রতিবেদক যে তিনি লিখেছেন, ‘এটা কি আদৌ বিশ্বকাপ বাছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল?’বাংলাদেশ দল যে জার্সি নিয়ে মাঠে নেমেছিল সেখানে কেবল জার্সি নম্বর লেখা ছিল। অথচ আন্তর্জাতিক ফুটবলে জার্সিতে খেলোয়াড়দের নাম লেখার প্রচলন অনেক পুরোনো। বাংলাদেশ ফুটবলের সাথে সাথে ফুটবল ব্যবস্থাপনাও যে পিছিয়ে যাচ্ছে এটা কি তারই ইঙ্গিত দিচ্ছে! এমআর/পিআর
Advertisement