দেশজুড়ে

দাবি মেনে নিলে প্রত্যেকটি দল পেট্রলবোমার আশ্রয় নিতো

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলতি বছর বিএনপি-জামায়াত জোটের কথিত আন্দোলনের সময়ে সরকার যদি বিরোধীদের কর্মকাণ্ডকে বিন্দুমাত্র ছাড় দিয়ে তাদের দাবি মেনে নিতো, তাহলে এই দেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে গণতন্ত্র চর্চা করতো না। প্রত্যেকটি দল সন্ত্রাসী লালন করতো, পেট্রলবোমার আশ্রয় নিয়ে দাবি আদায়ে বাধ্য করতো। এটা হতে দেয়া যায়না। শুক্রবার দুপুরে নগরীর নথুল্লাবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।শিল্পমন্ত্রী বলেন, মানুষ হত্যা করে যারা গণতান্ত্রিক অধিকার চায়, সেই গণতন্ত্র আওয়ামী লীগ দিতে পারেনা। তাহলে মানুষ হত্যা প্রধান্য পাবে, মানুষ হত্যা স্থায়িত্ব লাভ করতো। এটা প্রত্যেকটি মানবাধিকার কর্মীকে উপলব্ধি করতে হবে।শিল্পমন্ত্রী আরো বলেন, যারা গণতন্ত্রের নামে রাজনীতির নামে মানুষ হত্যা করে, যারা এই দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাঘাত সৃষ্টি করে পাকিস্তানের মতো একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, জনগণের মাধ্যমে প্রতিহত করতে হবে। সংগঠনের আঞ্চলিক সভাপতি মাহমুদুল হক খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল সদর আসনের সাংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন প্রমুখ। সাইফ আমীন/এআরএ/পিআর

Advertisement