নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক হিন্দু ছেলের সঙ্গে প্রেমে করা কলেজপড়ুয়া তরুণীকে শিকল দিয়ে বেঁধে রাখায় তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শিকলে বাঁধা মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে পুলিশ। ওই তরুণী সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
Advertisement
বুধবার ফতুল্লার দাপা শাহ জাহান রোলিং মিল এলাকার একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে কলেজপড়ুয়া তরুণীকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার এবং তার বাবা-মাকে গ্রেফতার করা হয়।
ওই তরুণী জানান, কলেজে আসা-যাওয়ার পথে হিন্দু ধর্মের এক যুবক তাকে উত্ত্যক্ত করত। এরই মধ্যে একাধিকবার সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নানাভাবে ভয়ভীতি দেখাত। এতে সে বাধ্য হয়ে তার প্রেমের প্রস্তাব গ্রহণ করেন।
তিনি আরও জানান, ওই ছেলে কথা দিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করবে। কিন্তু সে তা না করে প্রেমের সম্পর্কে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ায়। বিষয়টি বাবা-মা জানতে পেরে বাধা দেয়।
Advertisement
তিনি জানান, এ ঘটনায় কয়েকদিন ধরে তার বাবা-মা শিকল দিয়ে পা বেঁধে তাকে ঘরে আটকে রাখেন। পরে জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে জানান- তাকে ফতুল্লার এক বাসায় শিকল দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছে। এ সংবাদ পেয়ে পুলিশ গিয়ে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লার দাপা শিহাচর শাহ জাহান রোলিং মিল এলাকায় পুলিশ পাঠাই। সেখানে গিয়ে একটি বাড়িতে তরুণীকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমাদের পুলিশ উদ্ধার করে। ওই তরুণীর বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর এ মামলায় ওই মেয়ের বাবা-মাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাপ্তবয়স্ক কন্যাকে শিকল দিয়ে বেঁধে রাখা মানে আইনগতভাবে দণ্ডবিধি আইনের ৩৪২ ধারার অপরাধ। ওই মেয়েটা আমাকে জানিয়েছে- তাকে ১৪ এপ্রিল থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তার বাবা-মা। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে পুলিশ তাকে চিকিৎসা দিয়েছে।
মো. শাহাদাত হোসেন/বিএ
Advertisement