পবিত্র মাহে রমজান মাসে ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বুধবার শহরের নিউমার্কেটসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন তিনি।
Advertisement
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্য করে মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন। ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখুন। কাঁচা বাজারের সবজি, মাছ-মাংস, ফল এবং চালের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবেন। কোনো দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করুন, যাতে রমজানে মানুষের কোনো ধরনের কষ্ট না হয়। এ সময় বাজারের বিভিন্ন জিনিসপত্রের দাম যাচাই-বাছাই করেন মেয়র মহিউদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিম আহমেদ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শারমিন সুলতানা ও জেলা মার্কেটিং কর্মকর্তা নুরুননাহার বেগম প্রমুখ।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর
Advertisement