জাতীয়

বাংলাদেশ পৃথিবীর বুকে এক রোল মডেল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বর্তমানে বাংলাদেশ পৃথিবীর বুকে এক রোল মডেল। কোনো রকম যুদ্ধ-বিগ্রহ ছাড়া ভারতের সঙ্গে স্থল ও সমুদ্রসীমা নির্ধারণে সফলতা বয়ে এনেছে। বর্তমান সরকার বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে তা এক কথায় চমকপ্রদ।শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাজাশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড নেশন ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এর উদ্যোগে চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বক্তব্যের শুরুতে তিনি তার প্রাণের শহর রাজশাহীতে আসার জন্য সবাইকে স্বাগত জানান। এসময় তিনি জাতিসংঘ সম্পর্কে এক সংক্ষিপ্ত ধারণা দেন।একদিন এইখানে আগত প্রতিনিধিদের মধ্য থেকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিবে বলে তিনি আশা প্রকাশ করেন ।ইউনিস্যাবের সভাপতি মামুন আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ইউনাইটেড ন্যাশন ইনফরমেশন সেন্টার, ঢাকার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।উল্লেখ্য, ‘সুষম এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাই সুশাসন প্রতিষ্ঠা’- প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিস্যাব এর রাজশাহী বিভাগীয় শাখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সম্মেলন ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে। রাবির সিনেট ভবন ও বিশ্ববিদ্যালয়ের ৫টি সম্মেলন কক্ষে সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ৭টি দেশ থেকে আসা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৬৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই সম্মেলন সম্পন্ন হতে যাচ্ছে।এমএএস/পিআর

Advertisement