খাদ্য নিরাপত্তা বলয় আরও সুদৃঢ় করতে রাশিয়া থেকে জি-টু-জি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ২২৪ কোটি ৫৩ লাখ টাকা।
Advertisement
বুধবার (৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, রাশিয়া হতে সরকার টু সরকার পর্যায়ে এক লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়ে। এতে ব্যয় হবে ২২৪ কোটি ৫৩ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে প্রতি টন গমের মূল্য ২৬৭.৩০ ডলার। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে গম আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার টন। এজন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এক হাজার ৩৪১ কোটি ছয় লাখ টাকা। চলতি অর্থবছরে ইতিমধ্যে চার লাখ ৫০ হাজার টন গম আমদানিতে এক হাজার ৫২ কোটি ২২ লাখ টাকা খরচ করা হয়েছে।
Advertisement
২০১৩-১৪ অর্থবছরে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষর হয়েছিল। গত এপ্রিলে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল সরকারি পর্যায়ে এক লাখ টন গম আমদানির জন্য মস্কো সফর করে।
এমইউএইচ/এএইচ/এমকেএইচ