জাতীয়

অবশেষে দরজার ছিটকিনি লাগালো কর্তৃপক্ষ

এক মাাসেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে থাকার পর অবশেষে শিশু একাডেমির সেই বাথরুমের দরজাটিতে নতুন ছিটকিনি লাগিয়েছে কর্তৃপক্ষ। আমলাতান্ত্রিক ফাঁদে পড়ে দীর্ঘদিন একাডেমি জাদুঘর সংলগ্ন একটি বাথরুমের দরজার ছিটকিনি নষ্ট হয়ে পড়েছিল। দরজায় ছিটকিনিটি লাগানোয় অসংখ্য শিশু ও তাদের অভিভাবকরা এখন স্বস্তিতে বাথরুমটি ব্যবহার করতে পারছেন। এর আগে গত সপ্তাহে জাগো নিউজে  ‘বাথরুমের দরজার ছিটকিনিও আমলাতান্ত্রিকতার ফাঁদে! শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক অভিভাবক জাগো নিউজকে জানান, গত একমাসেরও বেশি সময় যাবৎ ছিটকিনি নষ্ট থাকায় তারা দুটো বাথরুমের একটিও ব্যবহার করতে পারছিলেন না। তারা জানান, একাডেমিতে সপ্তাহের প্রায় প্রতিদিন বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্লাসে অংশ নিতে শত শত শিশু ও তাদের অভিভাবকরা আসেন। ছিটকিনিবিহীন বাথরুমে ঢুকে এতদিন তাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। দেরিতে হলেও কর্তৃপক্ষের এ উদ্যোগের জন্য অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে শিশু একাডেমির একজন কর্মকর্তা জানান, বাথরুমের ছিটকিনিটি নষ্টের পর থেকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও আমলাতান্ত্রিকতার কারণে এতদিন ছিটকিনিটি লাগানো হয়নি। জাগো নিউজের সচিত্র প্রতিবেদনটি চোখে পড়ার পর দ্রুত উদ্যোগ নিয়ে ছিটকিনি লাগানো হয়। # বাথরুমের দরজার ছিটকিনিও আমলাতান্ত্রিকতার ফাঁদে!এমইউ/এসকেডি/এমএস

Advertisement