জাতীয়

দলীয়করণ বাংলাদেশের বড় সমস্যা : ড. কামাল

বাংলাদেশে এখন সব কিছুতেই দলীয়করণ হচ্ছে উল্লেখ করে দলীয়করণকে দেশের  বড় সমস্যা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।  শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে রসনা বিলাস রেস্টুরেন্টে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।ড. কামাল হোসেন বলেন, বিশ্বের যেখানেই বাংলাদেশিরা বসবাস করছে তার অধিকাংশ জায়গায় শহীদ মিনার থাকলেও মালয়েশিয়ায় এখনো নেই । এ জন্য মালয়েশিয়ায় শহীদ মিনার নির্মাণের জন্য প্রবাসীদের আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে হবে। জনগণ মৌলিক অধিকার গুলো পাচ্ছে কি-না তা রাষ্ট্রের খেয়াল রাখতে হবে। মালয়েশিয়া প্রবাসীদের উদ্দ্যেশে তিনি বলেন, দেশকে কিছু দেয়া মানে দেশকে ভালবাসা। তাই দেশের উন্নয়নে প্রবাসীদেরকেই এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তরুণদের ভুমিকা অগ্রগণ্য। ৬০ এর দশককে রাজনীতির স্বর্ণযুগ বলে অবহিত করে এই সংবিধান প্রনেতা বলেন, বাংলাদেশে এখন সব কিছুতেই দলীয়করণ হচ্ছে। ডাক্তার আইনজীবীসহ সকল পেশাতেই দলীয় পরিচিতি ব্যবহার করা হচ্ছে। তাহলে সেবাপ্রাথীরা কোথায় যাবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। ভালবাসি বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক হারুন-অর-রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ড. আহমেদ বোরহান, ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল, মোশাররফ হোসেন, তালহা মাহমুদ, রাশেদ বাদল, তাজকির আহমেদ, ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন ,পেয়ার আহমেদ আকাশ, মির্জা সালাউদ্দিনসহ মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষার্থী ,শিক্ষক ,সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসকেডি/এমএস

Advertisement