আন্তর্জাতিক

ইরাকে আকস্মিক সফরে মাইক পম্পেও

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরাকে আকস্মিক সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সম্প্রতি বার্লিনে সফরের কথা ছিল পম্পেওর। কিন্তু সেই সফর বাতিল করে তিনি ইরাকি নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন। ইরাকের রাজধানী বাগদাদে দেশটির নেতাদের সঙ্গে চার ঘণ্টা বৈঠক করেন তিনি।

Advertisement

ওই এলাকায় মার্কিন বোমারু বিমান মোতায়েনের কয়েক দিনের মাথায় তিনি ইরাকে সফরে গেলেন। ইরানের তরফ থেকে মার্কিন বাহিনী এবং এর মিত্রদের ওপর চলমান হুমকির জবাবেই ওই জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ইরাকে বেশ কিছু বি-৫২ মডেলের বোমারু বিমান মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের তরফ থেকে কি ধরনের হুমকি এসেছে সে বিষয়ে পরিস্কার কোন তথ্য দেয়নি ওয়াশিংটন। অপরদিকে, এমন অভিযোগকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইরাক সফর সম্পর্কেও খুব বেশি তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র। তবে তিনি সেখানে ইরাকি প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদির সঙ্গে সাক্ষাত করেছেন বলে জানা গেছে।

Advertisement

টিটিএন/জেআইএম