ফেনী-৩ আসনের (সোনাগাজী) সাবেক সাংসদ ও এবিএম তালেব আলী (৯২) মঙ্গলবার সকালে ফেনী শহরের নাজির রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
একই দিন বাদ জোহর ফেনীর মিজান ময়দানে প্রথম, বিকেল ৪টায় সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও সাড়ে ৫টায় উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
এবিএম তালেব আলী ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ), ৭৩ ও ৭৯ সালে পর পর দুইবার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।তিনি সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ফেনী মহকুমা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
Advertisement
তার মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
ফেনী জেলা আওয়ামী লীগ, জেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
রাশেদুল হাসান/এমএএস/পিআর
Advertisement