টানা দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতেই ম্যাচের গতিপথ নির্ধারণ করার দিকে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম ঘণ্টায় সে ইঙ্গিতই দিয়েছিলেন দুই ওপেনার শাই হোপ এবং সুনিল অ্যামব্রিস। ১৬ ওভারে বিনা উইকেটে তারা যোগ করেছিলেন ৮৫ রান।
Advertisement
তবে পানি পানের বিরতির পর আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ব্রেকথ্রু দিলেন বাংলাদেশ দলের তরুণ অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। সাজঘরে ফিরিয়েছেন আক্রমণাত্মক হয়ে ওঠা সুনিল অ্যামব্রিসকে।
মিরাজ আক্রমণে আসার পর প্রথম বলেই বাউন্ডারি মেরে তাকে স্বাগত জানান অ্যামব্রিস। তবে পরের বলেই অ্যামব্রিসকে শর্ট কভারে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানিয়ে প্রতিশোধ নিয়ে নেন মিরাজ। ঠিক পরের ওভারেই ড্যারেন ব্রাভোকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন সাকিব আল হাসান।
আউট হওয়ার আগে ৪টি বাউন্ডারি মেরে ৫০ বলে ৩৮ রান করেছেন অ্যামব্রিস। ব্রাভো আউট হয়েছেন ৪ বলে মাত্র ১ রান করে। এদিকে অ্যামব্রিস আউট হলেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ খেলছেন সাবলীলভাবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে ৯২ রান। হোপ খেলছেন ৫২ বলে ৪৭ রান নিয়ে, নতুন নামা রস্টোন চেজ ২ বলে করেছেন ১ রান।
Advertisement
ডাবলিনের ক্যাসেল এভিনিউতে টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রীতিমতো টাইগার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম ঘণ্টায় ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৫ রান তুলে নেয় ক্যারিবীয়রা।
তবে তাদের ব্যাটিংয়ের শুরুটা এতোটা সহজ ছিল না। ইনিংসের প্রথম বলেই চার হাঁকালেও দুই ডান হাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন এবং মাশরাফি বিন মর্তুজার মাপা লাইন-লেন্থের বিরুদ্ধে শুরুর দিকে ধুঁকতে হয়েছে হোপ-অ্যামব্রিসকে।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই অ্যামব্রিসের বিপক্ষে লেগ বিফোরের শক্ত আবেদন করেন টাইগার অধিনায়ক মাশরাফি। কিন্তু আম্পায়ার নাকচ করে দেন সে আবেদন। প্রথম ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪৮ রান।
১১তম ওভারে প্রথমবারের মতো মোস্তাফিজুর রহমান আক্রমণে এলে হাত খুলে খেলার সুযোগ পান দুই ক্যারিবীয় ওপেনার। তবে বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান সাধ্যমতো চেষ্টা করছেন রানের চাকা আটকে রাখার।
Advertisement
এসএএস/পিআর