আন্তর্জাতিক

দাবানলে ৪ গ্রামের ৩৩ জনের মৃত্যু

দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলীয় বাহার আল গজলে দাবানল ছড়িয়ে চার গ্রামের ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

Advertisement

সোমবার রাতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রোববার দাবানল ছড়িয়ে পড়ার পর থেকে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। কারণ প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল।

মঙ্গলবার এক বিবৃতিতে মাথক ওয়াল প্রদেশের তথ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় কোরোক কাউন্টিতে আগুনে ১৩৮টি বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে।

Advertisement

টিটিএন/এমকেএইচ