অর্থনীতি

মন্দায় আক্রান্ত পুঁজিবাজার

শেয়ারবাজারে মন্দাবস্থা যেন কাটছেই না। টানা চার সপ্তাহ ধরে পুঁজিবাজারে নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত সপ্তাহেও দেশের উভয় শেয়ার বাজারে অবনতি হয়েছে সব ধরনের সূচক, লেনদেন ও বাজার মূলধনের । হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে লেনদেন কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৬৮ শতাংশ এবং প্রধান সূচক ডিএসইএক্স কমেছে শূন্য দশমিক ৯৮ শতাংশ।  অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসইএক্স কমেছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৭০ কোটি ২৭ লাখ ১০ হাজার ৩১ টাকার। যা তার আগের সপ্তাহের চেয়ে ২০৬ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪ টাকা বা ৯ দশমিক ৪৯ শতাংশ কম। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৩৫ টাকা।সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ।  আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ।গত সপ্তাহে কমেছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।  এর মধ্যে দর বেড়েছে ১১৮ টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৬৮ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১ দশমিক ১০ শতাংশ কমে ১৬ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক কমেছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে দশমিক শূন্য ৫৯ শতাংশ। আর সিএসইএক্স সূচক কমেছে শূন্য দশমিক ৮৯ শতাংশ।সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১৫৭ কোটি ৬২ লাখ ৩ হাজার ৬৯৮ টাকা।এসআই/এসকেডি/এমএস

Advertisement