নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারওয়েজের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানে প্রায় ২৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বিমানে এয়ারক্র্যাফটের সামান্য ক্ষতি হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে সূত্র নিশ্চিত করেছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর বিমানবন্দরের ইনচার্জ রাকিব মোস্তাকিম জাগো নিউজকে জানান, এ ঘটনার পর ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রকৌশলীদের সৈয়দপুর আনা হয়েছে। এখন সেনাবাহিনীর সহযোগিতা নেয়া হচ্ছে।উল্লেখ্য, গত বছর থেকে সৈয়দপুর বিমান বন্দরে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। এছাড়াও বাংলাদেশ বিমানও এ রুটে অভ্যন্তরীণ বিমান পরিচালনা করে আসছে। জাহেদুল ইসলাম/এমজেড/এমএস
Advertisement