ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের ব্যাপারীপাড়ার একটি গুদামে খেজুরগুলো নামানোর সময় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব এ অভিযান চালায়।
Advertisement
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, রমজানে গত বছরের মেয়াদোত্তীর্ণ খেজুর শহরের ব্যাপারীপাড়ায় একটি গুদাম ঘরে বিক্রির জন্য নামানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাকসহ সাড়ে ১০ হাজার কেজি খেজুর জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ এই খেজুর যশোরের একজন ব্যবসায়ী ঝিনাইদহ শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করার জন্য পাঠিয়েছে বলেও জানান তিনি।
অভিযানে র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর সেনেটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ
Advertisement