ক্যাম্পাস

চাঁদা দাবি, সাবেক সভাপতি হাসান নিটোলকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ডুজার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় এক প্রার্থীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সভাপতি হাসান নিটোলকে সমিতি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

Advertisement

গতকাল সোমবার (৬ মে) সমিতির দফতর সম্পাদক কবির কানন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসান নিটোল ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসে (কারাস) রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল অনৈতিকভাবে সমিতির নাম ব্যবহার করে একজন ছাত্রনেতার কাছ থেকে ১ লাখ টাকা গ্রহণ করেন, যা সমিতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। সাংবাদিক সমিতি তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এমতাবস্থায় সমিতির সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংবাদিক সমিতি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

Advertisement

ভবিষ্যতে তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে সমিতি তার দায়ভার গ্রহণ করবে না।

এমএইচ/এসআর/এমকেএইচ