রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস। পবিত্র এই মাসের শুরুতে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
Advertisement
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে সাকিব লিখেছেন, ‘রমজানের পবিত্রতা আমাদের নিয়ে যাক আত্মশুদ্ধি এবং আলোর পথে। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।’
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত।
এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।
Advertisement
ত্রিদেশীয় সিরিজ খেলতে সাকিব আল হাসানসহ পুরো বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। রমজানের মধ্যেই তাদের খেলতে হবে ম্যাচগুলো। টাইগার দলের অনেকেই রোজা রাখেন, সিয়াম সাধনার মাঝেই খেলতে নামেন তারা।
এমএমআর/পিআর