খেলাধুলা

মূল ম্যাচে খেলা অন্যরকম হবে : হার নিয়ে হাবিবুল বাশার

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে শোচনীয় পরাজয় জুটেছে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্যে। আয়ারল্যান্ড ‘এ’ তথা ওলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ দল। এক সাকিব আল হাসানের ৫৪ ব্যতীত আর কেউই বলার মতো রান করতে পারেননি, বল হাতেও তেমন প্রভাব ফেলতে পারেননি রুবেল-তাসকিনরা।

Advertisement

প্রস্তুতি ম্যাচের এমন অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই আগামীকাল (মঙ্গলবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে ১৯৬ রানের বড় ব্যবধানে জয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে ক্যারিবীয়রা।

ফলে মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে আরও বেশি। তবু মূল ম্যাচকে ঘিরে আশাবাদী টাইগারদের নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার মতে প্রস্তুতি ম্যাচের হারটি অপ্রত্যাশিত, তবে মূল ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল।

আজ সংবাদ মাধ্যমে সুমন বলেন, ‘প্রস্তুতি ম্যাচের হারটা অপ্রত্যাশিত, অবশ্যই অপ্রত্যাশিত। কিন্তু এটা একটা অনুশীলন ম্যাচ ছিল। তাই এটা নিয়ে কথা বলার তেমন কিছু নেই। আমাদের জন্য কালকের (মঙ্গলয়ার) ম্যাচটা গুরুত্বপূর্ণ। সেখানে আমরা কী করি, সেটাই দেখার বিষয়। বিশ্বকাপ সামনে রেখে, এই আসরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলন ম্যাচে দল অনেক কিছু চেষ্টা করে। যা সব সময় কাজ করে না। সেটাই হয়তো হয়েছে। কন্ডিশনটাও কঠিন ছিলো। ঠাণ্ডা ছিলো। ফলে মানিয়ে নিতে সমস্যা হয়েছে। তবে আমি নিশ্চিত মূল ম্যাচে আমাদের খেলা অন্য রকম হবে।’

Advertisement

এসময় প্রস্তুতি ম্যাচের বোলিং সম্পর্কে তিনি বলেন, ‘বোলিং বিভাগটা হয়তো একটু দেখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। যার একটু ছাপ হয়তো পারফর্ম্যান্সে পড়েছে। অনুশীলন ম্যাচে সবসময় সবাই পুরোটা দিয়ে বোলিং করতে চান না, করেনও না। সেজন্য হয়তো প্রত্যাশামতো হয়নি।’

ব্যাটসম্যানদের পারফম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে হাবিবুল বাশার বলেন, ‘অনুশীলন ম্যাচ বলেন বা মূল ম্যাচ বলেন, ব্যাটসম্যানদের জন্য রানে থাকাটা জরুরী। অনুশীলন ম্যাচে রান না পাওয়াটা খুব বেশি ভয়ের কিছু না। তবে ব্যাটসম্যানরা প্রত্যাশা মতো ব্যটিং করতে পারেনি। গতকাল দেখেছি, মূল ম্যাচের উইকেট অন্য রকম। আমার মনে হয় না, এটা নিয়ে এতো বেশি আলোচনা করার কিছু আছে।’

শুরুতে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে না রাখা হলেও পরে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। প্রস্তুতি ম্যাচেও নিয়েছেন ৩টি উইকেট। তবে তার বোলিং দেখার সুযোগ হয়নি দলের নির্বাচক হাবিবুল বাশারের, ‘আসলে তাসকিনের বোলিং দেখিনি। যেহেতু খেলাটা দেখি নি। স্কোরকার্ড দেখে তো আসলে ওভাবে বোঝা যায় না। আশা করি টিম ম্যানেজমেন্ট তার সঠিক মূল্যায়ন করতে পারবে। কারণ তারা তাকে দেখেছে।’

এসময় সাকিবের ৫৪ রানের ইনিংসের ব্যাপারে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে তো কোনো দুশ্চিন্তাই নেই। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তার মানিয়ে নিতে সময় লাগে না। সাকিবের মতো খেলোয়াড়দের এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যেতে কিছু লাগে না। সে বড় ম্যাচের খেলোয়াড়, সময় মতো সে ভালো কিছু করবে।’

Advertisement

তার শেষ সংলাপ, ‘আয়ারল্যান্ডের মাঠ কিন্তু ছোট। গতবছর (বাংলাদেশ এ দলের সফরে) গিয়েছিলাম, তখন হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ দলটা ভালো, ওদের ব্যাটিং ভালো। আশা করছি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশ্বকাপে যেমন হাই স্কোরিং ম্যাচ আশা করছে, আশা করি তার একটা পরীক্ষা এই ম্যাচ দিয়েই শুরু হয়ে যাবে।’

এসএএস/জেআইএম