প্রবাস

লেবাননে শ্রমিক দিবসে আওয়ামী শ্রমিক লীগের আলোচনা সভা

আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ। ৫ মে রোববার বিকেলে লেবাননের হাইছিলুমে মাসরুকা আল মালাক ক্যাফে হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মণ্ডলের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ-এর সভাপতি উসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বৈরুত দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সভাপতি বাবুল মুন্সী, সহ-সভাপতি মো. আলী, শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মাশুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুভ ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মাতব্বর।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন বাংলাদেশ আওয়ামী লেবানন শাখার ধর্ম সম্পাদক মতিউর রহমান। পরে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে যারা আত্মহুতি দিয়েছিলেন, তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Advertisement

বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবী, সহ-সভাপতি জাকির হোসেন, রুহুল আমিন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, প্রচার সম্পাদক মহসিন মৃধা, ছাবরা মদিনা রিয়াদিয়া শাখার সভাপতি খোরশেদ আলম, মনসুরিয়া শাখার সভাপতি আনোয়ার হোসেন, আলবুরুজ শাখার সাধারণ সম্পাদক মো. লিটন, বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ- এর উপদেষ্টা তাইজুল ইসলাম, মহিলা সম্পাদিকা শেফালী আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম, প্রচার সম্পাদক রবিউল সানিসহ কার্যকরী সদস্য নাজমূল ভূঁইয়া ও মোস্তফা কামাল তুহিন।

আলোচনা পর্বে অংশ নিয়ে রাষ্ট্রদূত সকল প্রবাসী বাংলাদেশিদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের সমস্যা সমাধানে যেখানে সেখানে দূতাবাসের সমালোচনা না করে দূতাবাসে এসে অভিযোগ করুন। আপনাদের যে কোনো সমস্যা সমাধানে দূতাবাস যথেষ্ট আন্তরিক। গত ৪ বছরে বৈরুত দূতাবাস আপনাদের বেশিরভাগ সমস্যাই সমাধান করেছে।

তিনি বলেন, ‘আরও যে সমস্যা রয়েছে সেগুলো শিগগিরই নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে।’ লেবাননের জালা জলদ্বীপ এলাকায় প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান নিহতের ঘটনায় রাষ্ট্রদূত বলেন, ‘দূতাবাস এ ব্যাপারে কাজ করছে। আশা করছি খুব তাড়াতাড়িই মৃত্যু রহস্য উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ছাড়াও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এমআরএম/জেআইএম