দেশজুড়ে

পাংশায় বন্দুকযুদ্ধে নিহত ২

রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাংশা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ আরও পাঁচ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, চাঞ্চল্যকর সজল হত্যার প্রধান আসামি ও পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী নেতা কামাল হোসেন (৪৭) ও ওমর খা (৩৫)।এসময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, একটি একনালা বন্দুক ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধের সময় পাংশা থানা পুলিশের ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে জেলার পাংশা উপজেলার পূর্ব পাট্টা ইউনিয়নের মোস্তফার মেহগণি বাগানে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত কামাল হোসেন ওই উপজেলার শান্তিখোলা গ্রামের মৃত জিয়াউর মণ্ডলের ছেলে ও নিহত ওমর খা একই উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া চরপাড়া গ্রামের জালাল খার ছেলে। পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পাংশা থানা পুলিশের সদস্যরা ডাকাত কামাল ও ওমর খাকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্যে পাংশা উপজেলার পূর্ব পাট্টা ইউনিয়নের মোস্তফার মেহগণি বাগানে নিয়ে যান। এসময় ডাকাত গ্রুপের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করেন। জবাবে পুলিশও পাল্টা গুলি করে। এসময় ডাকাতের গুলিতে আহত অবস্থায় ডাকাত ওমর ও কামালকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় আহত হন পাংশা থানার ওসি আবু শ্যামা মো. ইকবাল হায়াতসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।রুবেলুর রহমান/বিএ/এমজেড/এমএস

Advertisement