মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে গ্রামবাসী। রোববার রাত ৮টার দিকে একটি রাইচ মিলের পাশ থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়।
Advertisement
স্থানীয়রা জানান, বৃষ্টির ফলে মাঠে পানি জমেছে। পানির মধ্যে বাচ্চা দু’টি থাকতে না পেরে বাঘিনী তাদের নিয়ে রাস্তার দিকে আসছিল। এ সময় পথচারীদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে গেলে মা বাঘটি পালিয়ে যায়। লোকজন বাচ্চা দুটি উদ্ধার করে একটি কার্টনে রেখে দেয়। পরে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বন বিভাগকে বাচ্চা দুটি উদ্ধার করতে বলেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, মেছো বাঘের বাচ্চা দু’টির খোঁজে বন বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়। বন বিভাগের কর্মকর্তারা সেখান থেকে বাচ্চা দুটি নিয়ে যেকোনো বনে অবমুক্ত করবেন। আসিফ ইকবাল/এফএ/এমকেএইচ
Advertisement