বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোট আবারো গণনা করে ফলাফল ঘোষণার জন্য একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি যোগে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বরাবর এ নোটিশটি পাঠিয়েছেন।নিয়ম অনুযায়ী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে এর জাবাব দিতে বলা হয়েছে। তা না হলে এ ব্যাপারে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও জানানো হয়েছে নোটিশে।নিয়ম অনুযায়ী বুধবারের বার কাউন্সিলের নির্বাচনের সব ফলাফল হিসেব করে বৃহস্পতিবার সকালে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।তাতে কাউন্সিলের ১৪টি সদস্য পদের আওয়ামী সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) পেয়েছে ১১টি পদ। আর বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবার তিনটি পদ পেয়েছে।গত বুধধবার সারাদেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যাতে ভোটার ছিলেন ৪৩ হাজার ৩০২ জন। এবার মোট ৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।এফএইচ/বিএ
Advertisement