প্রবাস

আমিরাতে রমজানে প্রকাশ্যে খেলেই জেল-জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা আইন পাস করা হয়েছে। শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে ২ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা) দিতে হবে।

Advertisement

দেশটির পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোনো ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে এ শাস্তি দেয়া হবে।

আরও পড়ুন > জার্মানিতে শীর্ষ জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

এ ছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোনো দোকানে কাউকে খেতে উৎসাহ দেয় এ সংক্রান্ত কার্যকলাপ চালালে শাস্তিস্বরূপ এক মাসের জন্য বন্ধ করে দেয়া হবে। সেইসঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেল দেয়া হবে বলে বলা হয়েছে।

Advertisement

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দেশের প্রবাসীসহ ৩ হাজার ৫ কয়েদিকে মুক্তির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয়ভাবে ক্ষমার যোগ্য বিবেচিত হওয়ায় গত ২ মে বৃহস্পতিবার তাদের মুক্তির ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান।

৪৭তম স্বাধীনতা দিবসে ১ হাজার ৯১২ জনের বেশি কয়েদিকে মুক্তি দেয়া হয়। আবুধাবি ৭৪৫, দুবাই ৬২৫, আজমান ৯০, ফুজাইরাহ ৬৫, শারজাহ ১৮২, রাস আল-খাইমাহ ২০৫ এবং উম্ম আল-কাইওয়াইনের শাসক বহু সংখ্যক কয়েদিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন।

এমআরএম/জেআইএম

Advertisement