ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। স্বাগতিকদের আমন্ত্রণে টস হেরে আগে ব্যাট করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
Advertisement
২০১৪ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জেতার পর আর কোনো ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্ট জিততে পারেনি ক্যারিবীয়রা। এ টুর্নামেন্টে সে বৃত্ত থেকে বেরিয়ে আসার দৃঢ় প্রত্যয় জানিয়েছে তারা।
অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১টি ওয়ানডে ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। সে ম্যাচে জিততে ব্যর্থ হলেও ইংলিশদের কঠিন পরীক্ষাই নিয়েছিল আইরিশরা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, সুনিল অ্যামব্রিস, জেসন হোল্ডার, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল।
Advertisement
আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালবার্নি, লরকান টাকার, কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্কা এডায়ার, জশুয়া লিটন, টিম মুরতাঘ এবং ব্যারি ম্যাকার্থি।
এসএএস/জেআইএম