দেশে ইবোলা সংক্রমণের আশংকা না থাকলেও এই ভাইরাস ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।তিনি বলেন, ইবোলা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিমানবন্দর, স্থল বন্দর ও সমুদ্র বন্দরে থার্মালস্ক্যানার মেশিন স্থাপন করা হবে। ভাইরাস সনাক্ত করতে ৬টি স্ক্যানার মেশিন আনার পক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য ৩টি স্ক্যানার বিমান বন্দরে স্থাপন করা হবে।মোহাম্মদ নাসিম বলেন, ইবোলা ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ২৫ টি টিম কাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আমরা তৈরী আছি।সিরাজগঞ্জে এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ক্লাশ চলতি সেশন থেকেই শুরু করা হবে বলে জানান তিনি।এ সময়ে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডা: শামসুদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মোহম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement