রাজনীতি

এরশাদের সিদ্ধান্তে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি : জিএম কাদের

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হলেন জিএম কাদের। এসময় গণমাধ্যমের সমর্থন, উপদেশ ও দোয়া চান তিনি।

Advertisement

রোববার দুপুর ১২টার দিকে বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, চেয়ারম্যান এইচ এম এরশাদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। আমি আপনাদের দোয়া ও উপদেশ চাই।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার সিদ্ধান্ত এরশাদ এককভাবে নিয়েছেন কি না— এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘চেয়ারম্যানের একক সিদ্ধান্ত গ্রহণ প্রচলিত রাজনীতির রীতিতে অসামঞ্জস্যপূর্ণ নয়। এর জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করি না। বিষয়টি নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা স্রেফ প্রশ্ন তোলার জন্যই তুলছেন।’

Advertisement

নিয়ম অনুযায়ীই তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়ে জিএম কাদের বলেন, ‘এজন্য পত্রে সাক্ষরসহ গণমাধ্যমের সামনেই ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান।’

রোববারের সংবাদ সম্মেলনে জিএম কাদেরের সঙ্গে দলের শীর্ষ নেতারা কেন নেই— জানতে চাইলে তিনি বলেন, এটা এমন কোনো অফিস না যে সবাইকে আসতে হবে। এখানে চেয়াম্যানের চেম্বার আছে। তাই তিনি আসবেন, এটাই স্বাভাবিক। মিটিং বা সভা থাকলে অন্যরাও আসতেন।

এর আগে শনিবার রাতে এরশাদের সংবাদ সম্মেলনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিএম কাদের সাংবাদিকদের বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি (এরশাদ) আমাকে রুটিন কাজ করতে বলেছেন। চেয়ারম্যান হিসেবে উনিই আছেন।’

এইউএ/এসএইচএস/এমএস

Advertisement