দেশজুড়ে

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী সখিনাতুর রহমান সিমন্তিকে (১২) অপহরণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক শান্ত (২০) নগরীর আমির কুটিরের বাসিন্দা শেখ লেবিনের ছেলে।বৃহস্পতিবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক শেখ মো. আবু তাহের আসামির উপস্থিতিতে এ নির্দেশ দেন। নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী (পেশকার) আজিবর রহমান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১১ এপ্রিল আসামি শান্ত তার ক্যাডার বাহিনী নিয়ে নগরীর দ্বীনবন্ধু লেন এলাকা থেকে সিমন্তিকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ ঘটনায় পরদিন সিমন্তির মা শামীম পারভীন লিকা বাদী হয়ে শান্ত, তার বন্ধু নাসির ও জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মাসের ২৭ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। পরে আদালত সাতজনের সাক্ষ্য শেষে শান্তকে দণ্ডিত এবং অপর দুইজনকে খালাস দেন। মামলা চলাকালীন সময় সিমন্তিকে উদ্ধার করা হয়।সাইফ আমীন/এআরএ/পিআর

Advertisement