আন্তর্জাতিক

ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন

ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, একমাত্র ভেনেজুয়েলার জনগণই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অন্য কারো এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। শুক্রবার রাতে এক ফোনালাপে পুতিন ট্রাম্পকে আরও বলেন, বাইরে থেকে হস্তক্ষেপ করে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে রাজনৈতিক উপায়ে দেশটির সংকট সমাধানের প্রক্রিয়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলার বিরোধী পক্ষকে দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মুষ্টিমেয় কিছু সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন। কিন্তু মূল সেনা কমান্ডের সহযোগিতায় তা ব্যর্থ করে দিয়েছে মাদুরো সরকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ভেনেজুয়েলায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করারও হুমকি দিয়েছেন। ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন মূলত মার্কিন প্রেসিডেন্টকে পরোক্ষভাবে এ ধরনের কোনো হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে উৎখাতের চেষ্টা করলেও রাশিয়া এবং চীন মাদুরোর প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে।

Advertisement

এদিকে পুতিন ও ট্রাম্প তাদের ফোনালাপে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় পরমাণু চুক্তির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ফোনালাপ শেষে এক টুইট বার্তায় ট্রাম্প এই সংলাপকে ‘দীর্ঘ ও অত্যন্ত চমৎকার’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে।

টিটিএন/এমকেএইচ