দেশজুড়ে

নাগেশ্বরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

কুড়িগ্রামের নাগেশ্বরী পুরাতন বাজারের কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে অবৈধভাবে সরকারি ৫৬ শতক জমি দখল করে উত্তোলন করা ঘর উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান, প্রায় ১৩ বছর থেকে পশ্চিম নাগেশ্বরী মৌজায় ১নং খতিয়ানভুক্ত ৫৬ শতক জমিতে নজরুল ইসলাম মেনা নামের একজন কাঠ ব্যবসায়ীসহ কয়েকজন অবৈধভাবে স্থাপনা গড়ে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনের সম্পূর্ণ জায়গা দখলে রেখে ছিল। ১/২০১৫ নং উচ্ছেদ মামলায় এক মাস আগে স্থাপনা সরিয়ে নিতে তাদের নোটিশ দেয়া হয়। তারপরেও স্থাপনা সরিয়ে না নেয়ায় এ অভিযান চালানো হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার শামছুল আলম প্রমুখ।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, দখলদাররা এতোদিন অবৈধভাবে সরকারি জমি দখলে রেখেছিল। নিয়ম অনুযায়ী তাদের একাধিকবার নোটিশ দেয়ার পর অভিযান চালানো হয়। নাজমুল হোসেন/এআরএ/পিআর

Advertisement