ঘূর্ণিঝড় ফণীর আঘাতে চাঁদপুরে মেঘনা নদীর পশ্চিমপাড়ের চরাঞ্চলে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। উপড়ে পড়েছে অনেক গাছ। তবে এ ঘটনার কোনো হাতহতের খবর পাওয়া যায়নি।
Advertisement
শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামে প্রচণ্ড গতির ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়ে ও গাছপালা তছনছ হয়ে যায়।
রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বেপারী জানান, শিলারচরসহ কয়েকটি গ্রামে ঘর ভাঙলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ইউনিয়নের অধিকাংশ বাসিন্দাদের শুক্রবার সন্ধ্যার আগে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হঠাৎ করে প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। শনিবার সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি না হলেও বাতাসের গতি কমেনি। মেঘনা নদী উত্তাল রয়েছে।
এদিকে শুক্রবার বিকেলেই চরাঞ্চলের সাড়ে পাঁচ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
Advertisement
হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন জাগো নিউজকে জানান, ভোর রাতে হাইমচরের ওপর ফণী আঘাত হানে। এতে বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম