গণমাধ্যম

জাতীয় গণমাধ্যম সপ্তাহ স্বীকৃতির দাবি

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মে মাসে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

Advertisement

শুক্রবার (৩ মে) সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্যরাও অংশ নেন।

বিএমএসএফের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দাবি করেন, ‘৩ মে গণমাধ্যম দিবসকে মাঝখানে রেখে ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে।’

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশে।’

Advertisement

এ বছর তৃতীয়বারের মতো এ দেশে দিবসটি বেসরকারিভাবে উদযাপন হচ্ছে বলেও সমাবেশে জানানো হয়।

পিডি/জেডএ/এমএস