ঘূর্ণিঝড় ফণীর কারণে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে কারারক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ।
Advertisement
বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জরুরি আদেশ জারি করেছে কারা অধিদফতর।
কারা মহাপরিদর্শকের পক্ষে সহকারী কারা মহপরির্দশক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘দেশের সব কারাগারে বিশেষত: সমুদ্র উপকূলবর্তী কারাগারে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও পর্যাপ্ত জ্বালানি মজুদ করত: যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হলো।’
আদেশে আরও বলা হয়েছে, পাহারা দায়িত্ব পালনকারী কারারক্ষীদের সতর্ক অবস্থানে থেকে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তি সব বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
Advertisement
এদিকে শুক্রবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৩৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেলে দিকে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এবং পরবর্তী সময়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে মধ্যরাত নাগাদ খুলনা ও কাছাকাছি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে। খুলনা ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় শুক্রবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় ফণির অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হতে পারে।
এআর/এএইচ/এমকেএইচ
Advertisement