বিয়ের সব আয়োজন চলছিল স্বাভাবিক নিয়েমেই। বিয়ের আয়োজনের মধ্যেই ব্যাপক শোরগোল বাধিয়ে দিল ফণী। আজ শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল থেকেই। তবে হঠাৎ করেই বুধবার বিকেলে কনের বাবার কাছে ফোন এল বর পক্ষের। বলা হলো বিয়ে পেছানোর কথা। কয়েক সেকেন্ড চুপ থাকার পরে শেষ পর্যন্ত বর পক্ষের কথাতেই বিয়ে স্থগিত রাখতে রাজি হয়ে যান তিনি।
Advertisement
ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরে। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল গৌতম মণ্ডল ও অনিতা মাইতির। কিন্তু ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে সতর্কবার্তায় বিয়ে স্থগিত রাখতে বাধ্য হয়েছে দুই পরিবারই।
অনিতার বাবা নিমাই মাইতি বলেন, ‘মেয়ের বিয়ে পিছিয়ে গেলে মানসিক অবস্থা কী হতে পারে, বুঝতেই পারছেন। কী করব, দুর্যোগের কাছে মানুষ তো নিছকই খেলনা!’
বরপক্ষ বলছে বিয়ের পরবর্তী দিনক্ষণ ঠিক হয়েছে আষাঢ়ে।
Advertisement
এনএফ/এমকেএইচ