দেশজুড়ে

ফণী মোকাবেলায় প্রস্তুত হবিগঞ্জ

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুত রয়েছে হবিগঞ্জ। বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। জেলায় মোট ১০টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি কন্ট্রোল রুমের একাধিক ফোন নম্বর দেয়া হয়েছে।

Advertisement

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে ফণী মোকাবেলায় জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় ১টি করে কন্ট্রোল রুম খোলা হয়। আর জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা এটি সরাসরি মনিটরিং করবে।

এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে মাঝে মাঝে হালকা বৃষ্টি হয় জেলা সদরসহ বিভিন্ন স্থানে। অনেকেরই ধারণা ঘূর্ণিঝড় ফণীর কারণেই এ বৃষ্টিপাত হয়।

Advertisement

সৈয়দ এখলাছুর রহমান খোকন/বিএ