দেশজুড়ে

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে পদ্মায় ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলীম বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবের কারণে আবহাওয়া অনুকূলে না থাকায় ফেরিসহ সকল ধরনের নৌযান বন্ধ করে দেয়া হয়।

এদিকে ‘ফণী’ এগিয়ে আসায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

তীব্র প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওড়িশা হয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে।

ভবতোষ চৌধুরী নুপুর/বিএ