জাতীয়

সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ

মৎস্যজীবীদের নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, মৎস্য আইন সংশোধন ও অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মৎস্যজীবী ঐক্য ফেডারেশন ও ফিশিং বোট মালিক সমিতির নেতারা। একই সঙ্গে তারা বলেছেন, সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত নির্মল সেন মিলনায়তনে মৎস্যজীবী ঐক্য ফেডারেশন ও ফিশিং বোট মালিক সমিতির যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ঐক্য ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলার চরফ্যাশনের নুরাবাদ ফিশিং বোট মালিক সমিতির সদস্য সচিব মো. হোসেন, নুরাবাদ মালিক সমিতির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুল, আমির হোসেন, হারুন আকন প্রমুখ।

Advertisement

সভায় আলহাজ রফিকুল ইসলামকে আহ্বায়ক ও শাহ আলম মল্লিককে যুগ্ম-আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এফএইচএস/এসআর/এমকেএইচ

Advertisement